সাহেদ ও বাবুর নেতৃত্বে মহানগর ছাত্রদলের জনসভায় যোগদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর নেতৃত্বে ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় আয়োজিত জনসভায় যোগদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা।

মঙ্গলবার (৬ নভেম্বর) মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দরা ঢাকাস্থ শিল্পকলা একাডেমীর সামনে অবস্থান করেন। পরে মহানগর বিএনপির নেতৃত্বে তারা সভাস্থলে মিছিল নিয়ে অংশগ্রহন করেন। এসময় নেতাকমীদের হাতে বিএনপির চেয়ারপাসর্ন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ৭ দফা দাবী আদায়ের পক্ষে শ্লোগান দিতে থাকেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি নাজিম পারভেজ অন্তু, শফিক ইসলাম, দর্পন প্রধান, হামিদুর রহমান সুমন, জুয়েল রানা, আলতাফ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন প্রধান,  মুকতাদির হোসাইন হৃদয় সহ অন্যান্য নেতাকর্মীরা।

add-content

আরও খবর

পঠিত