নারায়ণগঞ্জ বার্তা ২৪ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহা. শফিকুল ইসলাম বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় হাতপাখার বিকল্প নেই। অর্থাৎ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলে সাম্যতা, মানবিক মর্যাদা ও সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। হাতপাখা মানুষের মাঝে আদর্শিক পরিবর্তনের আহবান নিয়ে এসেছে। দুর্নীতি, দু:শাসন, চাঁদাবাজ ও চোরাচালানী বন্ধে হাত পাখাই আমাদের মূল হাতিয়ার। লক্ষ লক্ষ যুবক বেকার। বেকারত্বের অভিশাপ বহন করতে না পেরে তারা আজ মাদকসহ নানা ধরণের অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ-ই একমাত্র পথ যার মাধ্যমে পরিবর্তন সম্ভব। ১০ ডিসেম্বর সোমবার রিটার্নিং অফিসার থেকে হাতপাখা- প্রতীক- পেয়ে এক বিবৃতিতে শফিকুল ইসলাম উপর্যুক্ত কথা বলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে বারবার সরকার পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই। মৌলিক অধিকার থেকে বঞ্চিত থেকেছে মানুষ। জনগণকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যাবহার করে নেতারা তাদের নিজেদের আখের গুছিয়েছে। কিন্তু ইসলাম মানুষকে জবাবদিহিতা শিক্ষা দেয়। প্রায় সাড়ে ২২ হাজার কোটি টাকা শুধু ব্যাংক খাতেই দুর্নীতি। এটা জাতির জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়। এ সাড়ে ২২ হাজার কোটি টাকা যদি দেশের উন্নয়নের কাজে ব্যয় হত তাহলে দেশ কতটা এগিয়ে যেত সেটা সহজেই অনুমেয়। হাতপাখাকে বিজয় করলে একটা টাকাও দুর্নীতি হবে না।
সরকারি বরাদ্দের ১০০ ভাগই উন্নয়নের কাজে ব্যয় হবে, ইনশাআল্লাহ। তাই উপস্থিত সকলকে তিনি আগামী ৩০ ডিসেম্বর হাতপাখায় ভোট দিয়ে জবাবদিহিতামূলক আল্লাহভীরু সরকার গঠনের উদাত্ত আহবান জানান।
উপস্থিত ছিলেন থানার সেক্রেটারি জাহাঙ্গীর কবির, ইশা ছাত্র আন্দোলন-এর আব্দুল্লাহ মুহা. হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইশা ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম, আইম্মা পরিষদসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।