সাবেক মন্ত্রী নাসিমের মৃত্যুতে ম‍ৎস্যজীবী লীগ নেতা সাব্বির আলমের শোক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি ) : বাংলাদেশ  আওয়ামীলীগের  জাতীয় নেতা সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ মৎস্যজীবি লীগের সহসভাপতি মোহাম্মদ সাব্বির  আলম গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার (১৩ জুন)তিনি এক শোক বার্তায় বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ তথা জাতি এক প্রবিন রাজনীতিবীদকে হারালো যা পূরন হওয়ার নয়।সাব্বির আলম নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগ মৎস্যজীবি লীগের পক্ষ থেকে  জাতীয় এই নেতা ও সাবেক মন্ত্রী মরহুম মোহাম্মদ নাসিম সাহেবের বিদ্রোহী আত্বার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন সহ তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেধনা প্রকাশ করছি ও প্রবিন এই নেতার রুহের মাগফেরাত কামনা করছি সর্বশেষ মহান আল্লাহতালার নিকট মরহুম নাসিম সাহেবকে যেন  জান্নাতুল ফৈরদৌস নসিব করেন।

add-content

আরও খবর

পঠিত