নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বলেছেন, ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন বৃটিশ সরকার নিয়ম করে দিয়েছিল কাশ্মীর একটি স্বাতন্ত্র দেশ, এখানকার জনগণ সর্বদিক থেকে স্বাধীন। এমনকি এখানে কেউ জমি জমা ক্রয়, বহিরাগতরা নাগরিকত্বও নিতে পারবে না। কিন্তু মোদি সরকার ৩৭০ ধারা পরিবর্তন করে নতুন করে সঙ্কট সৃষ্টি করেছে। বাংলাদেশের ষোল কোটিজনগন কাশ্মীরের নির্যাতিত জনগণের পক্ষে রয়েছে। সরকার এটাকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যাবার সুযোগ নেই। বরং মানবিকতা এবং সাংবিধানিক দায়বদ্ধতা থেকে কাশ্মীরীদের পাশে দাড়াতে হবে।
২৫ আগস্ট রবিবার বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় জরুরী বৈঠকে নগর সভাপতি এসকল কথা বলেন।
সভায় মহানগর সহসভাপতি মুহা. নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও সামসুল আলম, সহ-সাংগঠনিক শেখ মুহা. হাসান আলী, ছাত্র ও যুব সম্পাদক মুহা. ওমর ফারুকসহ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।