সাংবাদিক সবুজের পিতা মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিনের মাগফিরাত কামনায় দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ উদ্দিন সবুজের পিতা বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন আহমেদ কুলখানি অনুষ্ঠিত হয়েছে।। শুক্রবার (১০ মে) বাদ আছর নগরীর আল্লামা ইকবাল রোড জামে মসজিদে তার কুলখানি উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কুলখানিতে নাসির উদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আল্লামা ইকবাল রোড জামে মসজিদের খতিব মাওলানা মো.রফিকুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,  মুক্তিযোদ্ধা সদর কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার এডভোকেট নুরুল হুদা, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন আহমেদের বড় ছেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, দৈনিক সংবাদের চীফ রিপোর্টার সালাম জুবায়ের, দৈনিক যুগের চিন্তার সম্পাদক ও প্রকাশক এবং চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আবু আল মোরছালীন বাবলা, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সিনিয়র সাংবাদিক আহসান সাদিক শাওন, শফিকুল ইসলাম, বিল্লাল হোসেন রবিন, আবু আল আমিন খান মিঠু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, গণসংহতি নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক তরিকুল সুজন, আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন মৃধা, মহানগর স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

add-content

আরও খবর

পঠিত