সাংবাদিক সবুজের পিতা মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ উদ্দিন সবুজের পিতা বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন আহমেদকে (৬৫) গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। সোমবার (৬ মে) বাদ আছর শহরের আল্লামা ইকবাল রোড জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে মাসদাইর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে ভোর ৩টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ বহু গুণগ্রহী রেখে গেছেন।

সোমবার বাদ জোহর মুরহুমের স্থায়ী নিবাস নারায়ণগঞ্জের বাবুরাইলস্থ জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা শেষে বাদ আসর শহরের আল্লামা ইকবাল রোড জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে মুরহুমের পরিবারকে সমবেদনা জানাতে তার বাসভবনে আসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ, নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও নাহিদা বারিক, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস।

মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড.মাহবুবুর রহমান মাসুম, সাবেক সভাপতি হালিম আজাদ, রুমন রেজা, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শামীম, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সিনিয়র সাংবাদিক সালাম জুবায়ের, নাহিদ আজাদ, রফিকুল ইসলাম রফিক, হাসান আরিফ, আমির হোসেইন স্মিথ, মজিবুল হক পলাশ, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, কাউন্সিলর কবির হোসেইন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, আবু আল ইউসুফ খান টিপু, ন্যাপ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ লুৎফর রহমান, সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সিপিবি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।

জানাজা শেষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন আহমেদের সম্মানে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় মুরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ সদর ইউএনও, বাসদ, জাসদ, গণসংহতি আন্দোলন, কমিউনিষ্ট পার্টি, সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। জানাজা শেষে মাসদাইর কবরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়।

প্রসঙ্গত, মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন আহমেদ জীবদ্দশায় সরকারি তোলারাম কলেজের এজিএস, বাংলাদেশ হোসিয়ারি সমিতির কার্যকরী সদস্য, শহর ছাত্রলীগের সহ-সভাপতি সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

add-content

আরও খবর

পঠিত