নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ উদ্দিন সবুজের বাবা বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন আহমেদ আর নেই। সোমবার (৬ মে) ভোর তিনটায় মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততিসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন, তোলারাম কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস, সাবেক ছাত্রলীগ নেতা, ও মুক্তিযোদ্ধা সংসদ দেওভোগ ইউনিয়ন কমান্ডের সাবেক সভাপতি। বাদ আসর মরহুমের জানাজা আল্লামা ইকবাল রোড জামে মসজিদে অনুষ্ঠিত হবে।