নারায়ণগঞ্জ বার্তা ২৪ : তরুণ সাংবাদিক শাহরিয়াজ শুভ্র হত্যাকান্ডের ১ বছরে তার কবর জিয়ারত করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফতুল্লা থানার নেতৃবৃন্দ। সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শুভ্র এর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পনের সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি শুভ দেব। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তারা শাহরিয়াজ শুভ্র এর পরিবারের সাথে দেখা করেছে বলে জানিয়েছেন।
এছাড়াও শুভ্র হত্যাকান্ডের সুষ্ঠ বিচারের দাবিতে ফতুল্লার বিভিন্ন এলাকায় পোষ্টার লাগিয়েছে তারা। বিচারকার্য বিলম্বিত হওয়ার ফলে সুষ্ঠ বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা।
এ সময় ছাত্র ফেডারেশন ফতুল্লা থানার সম্পাদক হৃদয় ও সংগঠক সাদিকের নেতৃত্বে থানা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।