নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : প্রয়াত সাংবাদিক শাহ আলমগীর সততা ও আদর্শের প্রতীক ছিলেন এমন মন্তব্য করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার ) বলেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর যে কয়জন সাংবাদিক লেখনীর মাধ্যমে এর প্রতিবাদ করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শাহ আলমগীর। আজকে যারা সাংবাদিকতা করেন তাদের কাছে অনুকরণীয় ব্যক্তি হচ্ছেন শাহ আলমগীর।
সদ্য প্রয়াত সাংবাদিক ও বাংলাদেশ প্রেস ইনিষ্টিউটের মহাপরিচালক শাহ আলমগীর স্মরণে ৩ মার্চ রবিবার বিকাল সাড়ে ৫ টায় নারায়ণগঞ্জ জেলার চাষাড়াস্থ নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, সাংবাদিক শাহ আলমগীর ভাই আমার অত্যন্ত কাছের ও শ্রদ্ধ্বাভাজন ব্যক্তি ছিলেন। ঢাকাস্থ বিভিন্ন মিটিং এ আসলে আমার সাথে দেখা হত এবং তিনি আমাকে খুব স্নেহ করতেন। সাংবাদিকতা জগতে সততা এবং আদর্শের প্রতীক শাহ আলমগীর।তিনি নারায়ণগঞ্জের সাংবাদিকদের কথা তুলে ধরে বলেন, তারা অনেকেই আছেন অন্যায়ের প্রতিবাদ করতে পারেন। তারা নারায়ণগঞ্জ শহরকে সন্ত্রাস, মাদক ও ভুমি দস্যুদের বিরুদ্ধে কথা বলছেন। এ শহরের সাংবাদিকদের সাথে নিয়ে আমরা পুলিশ বাহিনী শহর থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই।নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনার আরও বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা, প্রেসক্লাবের বর্তমান সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শামীম, সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, এনটিভির জেলা প্রতিনিধি নাফিজ আশরাফ।
এ সময় মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, সময় টিভির জেলা প্রতিনিধি শওকত এ সৈকত, ইত্তেফাফের ফটো সাংবাদিক তাপস সাহা, প্রথম আলোর জেলা প্রতিনিধি মুজিবুল হক পলাশ, আরটিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম সোহেল, ডেসটিনির জেলা প্রতিনিধি মাহফুজ সিহান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা এবং সাংবাদিক শাহ আলমগীরের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।