সাংবাদিক দীলুর মেয়ে ও সজীবের বোন আশা আর নেই

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : প্রবীন সাংবাদিক দীল মোহাম্মদ দীলুর মেয়ে খাদিজা ইয়াসমিন আশা আর নেই, ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন। গত কয়েক বছর ধরেই মরণব্যাধি স্তন ক্যান্সারে ভুগছিলেন খাদিজা ইয়াসমিন আশা। তাকে বাচাঁতে আপ্রান চেষ্টা চালিয়ে গেছে তাঁর পরিবার।

উচ্চতর চিকিৎসা সেবা দিতে তার পিতা একাধিকবার নিয়ে গিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতেও। তবে ভাগ্য সঙ্গী না হওয়ায় অবশেষে শনিবার ( ৬ জুলাই ) রাত সোয়া ৮টায় সকলকে অশ্রজলে ভিজিয়ে তিনি ইহকাল ত্যাগ করেন। মরহুমার জানাযার নামাজ আজ রাত সাড়ে ১১টায় মাসদাইর পৌর কবরস্থান জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, খাদিজা ইয়াসমিন আশা সমকালের ফটো সাংবাদিক মেহেদী হাসান সজীবের বোন । পরিবারের পক্ষ থেকে মরহুমার জানাযায় অংশগ্রহন করার জন্য সকলকে অনুরোধ করেছে। এছাড়াও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছে। এদিকে খাদিজা ইয়াসমিন আশার মৃত্যুতে শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবারের সদস্য সহ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠন ও নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত