সাংবাদিক ইলিয়াস হত্যার বিচারের দাবীতে স্মারকলিপি পেশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সাংবাদিকশেখ মো. ইলিয়াস হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করেছে সম্মিলিত সাংবাদিক জোট। মঙ্গলবার বেলা ১২টায় কমল খাঁন ও যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ সেন্টুর নেতৃত্বে ওই স্মারকলিপি পেশ করা হয়। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি অনুলিপি জমা দেন নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য মাহফুজ আলম জাহিদ, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ারুল হক, দৈনিক দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদুর রহমান দিপু, জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা শাখার আহবাযক এম আর হায়দার রানা, দৈনিক বিজনেস ফাইল পত্রিকার সহ-সম্পাদক নজরুল ইসলাম নয়ন, সাংবাদিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন, দৈনিক ইয়াদ পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম আব্দুল্ল্যাহ, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, চ্যানেল জিরোর ক্যামেরা পার্সন আকরাম হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর রোববার রাত সাড়ে ৮টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর চৌরাস্তা এলাকায় গ্যাস চোরদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয় সাংবাদিক শেখ ইলিয়াছ। এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে ৮ জনকে আসামী করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ এলাকাবাসীর সহতায় পুলিশ মামলার ১নং এজাহারভূক্ত আসামী সন্ত্রাসী তুষার (২৮) ৭নং আসামী মিছির আলী (৫৩) ও ৮নং এজাহারভূক্ত আসামী মিনা (৬০)কে আটক করতে সক্ষম হয়। হত্যা মামলার  আসামী খুনি মাসুদসহ বাকি ৫ আসামী এখন পর্যন্ত পলাতক রয়েছে।

add-content

আরও খবর

পঠিত