নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দৈনিক দিনকাল ও দৈনিক শীতলক্ষা পত্রিকার সাবেক সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য আনোয়ার উদ্দিন মিঞা আর নেই। ২০ই মার্চ শনিবার দিবাগত রাত ১টায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বালুর মাঠস্থ ইসলাম হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ৩/৪ দিন আগে তাকে ইসলাম হার্ট সেন্টারে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর স্বাধ আমাদের প্রত্যেককেই গ্রহন করতে হবে। আজ তিনি কিছুক্ষণ পর হয়তো আমি আপনি বা অন্য যে কেউ চলে যাব আমাদের আনোয়ার উদ্দিন মিঞা ভাইয়ের মত মৃত্যুর হাত ধরে জীবন নদীর ওপারে। তাই আসুন আমরা সবাই আনোয়ার উদ্দিন মিঞা ভাইয়ের আত্মার মাগফিরাত কামনাসহ নিজেদের জানা অজানা পাপের ক্ষমা প্রার্থনা করি। এমনটাই আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু। এছাড়া সাংবাদিক আনোয়ার উদ্দিন মিঞার মৃত্যুতে গভীর শোক এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন সহ ক্লাবের সকল নেতৃবৃন্দ।
এদিকে আজ ২১ই মার্চ রবিবার দুপুরে বাদ যোহর গোদনাইল তাঁতখানা জামে মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। নামাজে জানাযায় সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। নামাজে জানাযা শেষে পাঠানটুলী কবরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তাঁর বড় ছেলে।