নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে নির্বাচনের খবর সংগ্রহকালে যমুনা টেরিভিশন ও যুগান্তরের সাংবাদিকদের উপর অতর্কীত হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছেন সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনর আয়োজন করেন ভোরের সমাচার, নারায়ণগঞ্জ প্রতিদিন ডট, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়াসহ অনলাইনের সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা, হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারসহ দৃষ্টন্তমূলক মাস্তি দাবী করেন। একই সাথে সারাদেশের সকল সাংবাদিক হত্যার ও তাদের উপর হামলার বিচারও দাবী করেন সাংবাদিক নেৃতৃবৃন্দ।
মানববন্ধনে দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি ও ভোরের সমাচার এবং নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম এর সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহমুদ হাসান কচি, আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম আরজু, ফটো সাংবাদিক জামাল তালুকদার, মোক্তার হোসেন, আনন্দ টেলিভিশনের নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি ও নারায়নগঞ্জ বার্তা ডট কম এর সম্পাদক সিফাত আল রহমান লিংকন, ভোরের সমাচার পত্রিকার ষ্টাফ রিপোর্টার জুয়েল রানা, বদিউজ্জামান, মোশারফ হোসেন রনি, মো. সাইমুন ইসলাম, ফটো সাংবাদিক রিপন মাহমুদ, জুয়েল আলী, ভাবনা, সোনালী আকতার, নিউজ ব্যাংক ডট কম এর সম্পাদ আল মামুন, যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন মাহবুবুর রহমান জয়, রাজু, নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর স্টাফ রিপোর্টার মো. রাব্বী সরকার প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার ২৪ ডিসেম্বর নবাবগঞ্জের একটি হোটেলে অবস্থানরত সাংবাদিকদের উপর সন্ত্রাসীরা হামলা চালালে যমুনা টেলিভিশন ও যুগান্তর পত্রিকার একাধিক গাড়ি ভাংচুর করেন। এসময় বেশ কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হন।