নারায়ণগঞ্জ বাতা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আয়কর মেলা। গত বছর আপনাদের সকলের সহায়তায় ৪ শত কোটি কর আহরণ করতে পেরেছি। আর এবার আমাদের লক্ষ্য মাত্রা রয়েছে ৬শত কোটি। অন্যান্য জেলায় আয়কর মেলা হয়ে থাকে তবে নারায়ণগঞ্জ জেলা সবসময় অন্যতম। করদাতাদের উৎসাহের জন্য তথ্যভিত্তিক ৩০ হাজার লিফলেটও দিচ্ছি। আমরা চাই প্রত্যেক করদাতাদের কাছে অন্তত বার্তাটি পৌছে দিতে। সরকারের উন্নয়নের অক্সিজেন হলো রাজস্ব। করদাতাদের সহযোগীতায় দেশ আরও সম্বৃদ্ধ হবে। সরকারের কার্যক্রমগুলির মধ্যে একটি উদ্যোগ নিয়েছে তা হলো রাজস্ব জনগনের দারগোড়ায় পৌছবে। আর সেলক্ষ্যে ইতোমধ্যেই নারায়ণগঞ্জের বন্দর, সোনারগাওঁ, রূপগঞ্জ, আড়াইহাজার খুব শিঘ্রই ৪টি সার্কেল হবে। ৩০ই অক্টোবর রবিবার আয়কর মেলা উপলক্ষে নারায়ণগঞ্জ কর অঞ্চলে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এসব কথা বলেন নারায়ণণগঞ্জ কর কমিশনার মো: রেজাউল করিম চৌধুরী।
মেলা প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১ নভেম্বর থেকে ৪ দিন ব্যাপী আয়কর মেলার আয়োজন করেছে নারায়ণগঞ্জ কর অঞ্চল। ওই দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলাটি নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত হবে। এছাড়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, রূপগঞ্জ উপজেলায় আগামী ৬ নভেম্বর এবং আড়াইহাজারে ৭ নভেম্বর একদিন ব্যাপী ভ্রাম্যমাণ আয়কর মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ২৫ টি স্টল থাকবে। মেলায় সেবা গ্রহীতাদের সুবিধার্থে তথ্য ও অনুসন্ধান বুথ, হেল্প ডেস্ক, অধিক্ষেত্র বুথ, ই-টিআইএন বুথ, অনলাইন রির্টান গ্রহণ বুথ, মহিলা, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধি ও সিনিয়র সিটিজেন করদাতাদের জন্য পৃথক বুথ, সোনালী ও জনতা ব্যাংকের অস্থায়ী বুধ, স্বাস্থ্য সেবা বুধ, মেলা সচিবালয়, প্রেস ও মিডিয়া বুথ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সংক্রান্ত বুথ, সঞ্চয় ব্যুারো সংক্রান্ত বুথ স্থাপন করা হবে। এছাড়া করদাতাদের রিটার্ন পূরণের সহায়তা করার জন্য কর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অর্নাস ও মাস্টার্স এ অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রশিক্ষন দেয়া হয়েছে। কারণ তাদের অধ্যায়নে কর এর একটি বিষয় রয়েছে। এতে অংশগ্রহন করে তাঁরা অনেক উপকৃত হবে।
নারায়ণগঞ্জ কর কমিশনার বলেন, ৪ দিন ব্যাপী এই মেলায় আয়কর রিটার্ন গ্রহণ, আয়কর জমা, আয়কর রিটার্ন সম্পর্কে পরামর্শ, নতুন করদাতাগণের টিআইএন রেজিস্ট্রেশন সম্পাদন, পুরাতন করদাতাগণের টিআইএন রি-রেজিস্ট্রেশন, ভ্যাট সংক্রান্ত পরামর্শ ও সঞ্চয়পত্র সংক্রান্ত পরামর্শ দেয়া হবে। যাদের ২ লাখ ৫০ হাজার টাকার অধিক আয়, তাদের কর প্রদান করতে হবে। তবে মহিলা করদাতা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা, প্রতিবন্ধী ব্যক্তি, করদাতা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে করমক্ত আয়ের সীমা যথাক্রমে ৩ লাখ, ৪ লাখ এবং ৪ লাখ ২৫ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কর কমিশনার মো: জাকির হোসেন, যুগ্ম কর কমিশনার এস.এম আবুল কালাম আজাদ (মেলার সমন্বয়ক), উপ কর কমিশনার পল্লব কুমার দেব, ইমরান হোসেন সহ বিভিন্ন ইলেকট্রনিক, অনলাইন এবং প্রিন্ট মিডিয়ার জাতীয় ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।