সন্ধান প্রার্থী

নারায়ণগঞ্জ বার্তা  ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : গত ২০/১১/২০১৮ ইং তারিখ নিজ বাসা থেকে সকাল ৮ ঘটিকায় কাজের উদ্যোশে বের হয়ে আর বাসায় ফিরেনি, আশ-পাশ এলাকা সহ আত্বীয় স্বজনের বাসায় খোজঁ কোথাও না পেয়ে ২২/১১/২০১৮ ইং তার মা নিলুফা বেগম স্বামী জাকির হোসেন সাং সৈয়দপুর আল আমিন নগর থানা নারায়ণগঞ্জ ও জেলা নারায়ণগঞ্জ। মন্টু (২৫) তার দেড় মাস বয়সের একটি পুএ সন্তান রয়েছে।মন্টু জন্য এখন তার মা ও স্ত্রী প্রায় অচেতন হয়ে পড়ছেন।মন্টুকে না পেয়ে তার মা সদর মডেল থানায় জিডি এন্টি দায়ের করেন জিডি নং ৮০৭ তারিখ ২২/১১/২০১৮ইং যদি কোন হ্নদয়বান ব্যক্তি মন্টুর সন্ধান পান তাহলে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অথবা নিম্মস্থ ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হইল। বর্ননা-গায়ের রং উজ্জল শ্যামলা, মুখ মন্ডল হালকা লম্বা, উচ্চতা ৫” ৮” পড়নে ছিল সাদা গেন্জি ও জিন্স পেন্ট।

add-content

আরও খবর

পঠিত