নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : নারায়নগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলামকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে যোগদান করবেন পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (৩০ জুলাই) এই বদলির আদেশ হয়। নতুন ওসি মো. আসাদুজ্জামান গাজীপুরের জয়দেবপুর থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে গত ৪ মার্চ মাদক মামলায় ওসি কামরুলের সম্পৃক্ততার অভিযোগে উচ্চ আদালতের নির্দেশে মো. কামরুল ইসলামকে প্রত্যাহার করে নেয়া হয়। সিআইডির তদন্ত শেষে ওই ঘটনায় ওসি কামরুলের সম্পৃক্ততা পাননি উল্লেখ করে চার্জশীট থেকে তাকে অব্যাহতি দেন। পরে ২ এপ্রিল তিনি পুনরায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অফিস করেন।
সদর মডেল থানার ওসি বদলের সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা ডিআইও-২ সাজ্জাদ রোমন বলেন, সদর মডেল থানার ওসি বদল পুলিশের চাকরির স্বাভাবিক, নিয়মিত ও চলমান প্রক্রিয়ারই অংশ।