সজলকে জড়িয়ে বিভ্রান্তকর বক্তব্যে কাউন্সিলরদের প্রতিবাদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দেড় বছরের শিশু সাদমান সাকি নিখোঁজ হওয়ার ঘটনায় ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজলকে দায়ী করে বিভ্রান্তকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলররা। বুধবার (২০ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব এর ৪র্থ তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি লিখিত বক্তব্যে বলেন, নাজমুল আলম সজল বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থাকায় একটি কুচক্রী মহলের ইন্ধনে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সাকির পিতা দীর্ঘ ১৪ মাস পরে এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন। এটা নি:সন্দেহে দু:খজনক ও সুপরিকল্পিত। মামলার এজাহারে নাজমুল আলম সজলের নাম সন্দিহান হিসেবেও নেই। এই মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জবানবন্দিতে নাজমুল আলম সজলের নাম বলেনি। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলরদের পক্ষ থেকে নিখোঁজ সাকির পিতার বক্তব্যের তীব্র নিন্দা ও জোড় প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে নিখোঁজ শিশু সাদমান সাকিকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবী করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুল করিম বাবু, আরিফুল হক হাসান, হান্নান সরকার, সুলতান আহম্মেদ, সাইফুউদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, সামসুজ্জোহা, রুহুল আমিন মোল্লা, এনায়েত হোসেন, শওকত হাসেম শকু, কামরুজ্জামান বাবুল, আলী হোসেন আলাল, গোলাম নবী মুরাদ, ফয়সাল সাগর, শারমিন হাবিব বিন্নী, শিউলী নওশেদ, মনোয়ারা বেগম, হোসনে আরা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত