সকলের শ্রদ্ধাভরে স্মরণে, ঝড় হলেও আমি না এসে পরিনা : পারভীন ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মীনি পারভীন ওসমান বলেছেন, প্রতিবছর আপনারা এত বড় করে আয়োজনের মধ্যদিয়ে উনাকে ( নাসিম ওসমান ) স্মরণ করেন সত্যিই আমি মুগ্ধ। তাই বৃষ্টিই শুধু না, ঝড় হলেও আমি না এসে পারিনা। সকলের শ্রদ্ধাভরে ভালোবাসার টানে ছুটে আসি।

শনিবার (০৪ মে) সকালে চাষাঢ়া চাঁনমারি এলাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আর্মি মার্কেট ব্যবসায়ীবৃন্দ এবং দূরপাল্লা পরিবহণ ও কোচ শ্রমিক ইউনিয়ন এ অনুষ্ঠিানের আয়োজন করেন।

তিনি আরো বলেন, প্রয়াত সাংসদ নাসিম ওসমানের কথা বলে শেষ করা যাবেনা। তার কথা বলতে গেলে অনেক সময় লাগবে। উনি সাধারণ মানুষের প্রাণের নেতা ছিলেন। সবসময়ই তিনি কর্মীদের নিয়ে ভাবেন। আজ উনি নেই আপনারা যেভাবে স্মরণ করেন, এটাতেই আপনাদের ভালবাসার বহি:প্রকাশ।

বক্তব্য শেষে প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিরতণও করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আর্মি মার্কেট ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি নূরুল হুদা, ব্যবসায়ী জিয়াউর রহমান লিয়ন, কবির, জালাল খান শাওন, খোকন, রবিন, শিবু, কালু, নয়ন, সবুজ, মাসুদ, ইছহাক, আরিফ ও মনিরসহ আরও অনেকে।

add-content

আরও খবর

পঠিত