সংসদে শ্রমিকদের প্রতিনিধি না থাকায় তারা জীবন দিয়েও অধিকার পায় না : মাহমুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জননেতা কমরেড মাহমুদ হোসেন বলেন, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ এলাকা জুড়ে সর্বত্রই শ্রমজীবী মেহনতী মানুষের বসবাস। এই শ্রমজীবী মেহনতী মানুষের দৈনন্দিন সংকট-সমস্যার সমাধানসহ শ্রমিক শ্রেনীর চুরান্ত মুক্তি এবং স্বাধীনতা পরবর্তি গত ৪৮ বছরের রাজনৈতিক আবর্জনা পরিষ্কার করাতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরো বলেন, জাতীয় সংসদে শ্রমিকদের প্রতিনিধি না থাকার কারণে শ্রমিকদের ভাগ্য পরিবর্তনতো দুরের কথা নূন্যতম বেতন বোনাস কিংবা চাকুরীর ক্ষেত্রে নিশ্চয়তা নিরাপত্তা বিধান করা যায়নি। এখনও শ্রমিকদের জীবন দিতে হয়, তবু অধিকার পায় না।

২০ নভেম্বর মঙ্গলবার সকালে কাশিপুরের দেওয়ান বাড়ী এলাকাস্থ দলীয় কার্যালয়ে আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভাতে মাহমুদ হোসেন এসব কথা বলেন।

পার্টির নির্বাচনী প্রতিক কোদাল মার্কায় ভোট আহবান করে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা সাইফুল ইসলাম, হেলিম সরদার, সুমন হাওলাদার, মোহাম্মদ আলী, জুয়েল আহমেদ. মো. বাবুল মিয়া ও প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত