নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর সহ-সভাপতি মো. কবির হোসেন বলেছেন, নাসিক ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল আলম সজল আমাদের হোসয়িারী সমিতির সভাপতি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত রয়েছে। ইতোমধ্যেই সমাজসেবায় নিযুক্ত থাকায় জনসাধারণের ব্যপক জনপ্রিয়তা অর্জণ করেছে। এতে ইর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহলের ইন্ধনে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য নিখোঁজ সাকির পিতা ১৪ মাস পর অপপ্রচার চালাচ্ছে। রোববার (১৭ মার্চ) বিকেলে নগরীর ১নং রেলগেইটস্থ বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একটি লিখিত বক্তব্য পাঠ করে তিনি এসব কথা জানান।
তিনি আরো বলেন, মামলার এজাহারে মো. নাজমুল আলম সজলের নাম সন্দিহান হিসেবে কোথাও নেই। অত্র মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারাও তাদের জবানবন্দিতে মো. নাজমুল আলম সজলের নাম উল্লেখ করেনি। আমি বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সকল সদস্যদের পক্ষ থেকে নিখোঁজ সাকির পিতার বক্তব্যের তীব্র নিন্দা ও জোড় প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে নিখোঁজ সাদমান সাকিকে দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়ে সহ-সভাপতি মো. কবির হোসেন বলেন, সাকির পিতা পূর্বেও মো. নাজমুল আলম সজলকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মানববন্ধন করে। যার পরিপ্রেক্ষিতে মো. নাজমুল আলম সজল নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর সহ-সভাপতি (এসোসিয়েট) মো. নাসির শেখ, পরিচালক (জেনারেল) আতাউর রহমান, মুক্তিযোদ্ধা হাজী আলি আহমেদ শেখ, মো. আব্দুল হাই, আলহাজ্ব মো. মনির হোসেন, মো. আতাউর রহমান, বাবু সুশান্ত পাল চৌধরী, বাবু বৈদ্যনাথ পোদ্দার, মো. সাব্বির আহমেদ সাগর, আমিরউল্লাহ রতন, মো. সাখাওয়াত হোসেন সুমন। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর পরিচালক (এসোসিয়েট) নাসিম আহমেদ, মো. আতাউর রহমান, হাজী মো. শাহীন হোসেন, হাজী মো. সফিউদ্দিন সোহেল প্রমুখ।