শ্রমিক নেতা পলাশের পক্ষে মনোনয়ন পত্র ক্রয়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) :  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নারায়ণগঞ্জ- ৪ ( ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউছার আহমেদ পলাশের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে ।

২০ নভেম্বর মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আতাউর রহমানের কাছ থেকে কাউছার আহমেদ পলাশের পক্ষে এই মনোনয়নপত্র ক্রয় করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির ও যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান আরাফাত ।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ তারিখ আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করে পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।

add-content

আরও খবর

পঠিত