শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন বিএনপির সাবেক এমপি পুত্র আশা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবহন ও গামের্ন্টস শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপির সাবেক এমপি আবুল কালাম পুত্র, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা। বুধবার (৮ এপ্রিল) দুপুরে মহানগর শ্রমিক দলের নেতৃবৃন্দদের কাছে এ খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সময় আবুল কাউছার আশা বলেন, করোনা ভাইরাসের কারনে দিন মজুর খেটে খাওয়া মানুষ গুলো কর্মহীন হয়ে পড়েছে। বর্তমান তারা পরিবার পরিজনদের নিয়ে খুব কষ্টে দিন  যাপন করছে। তাই আমার এই ক্ষুদ্র চেষ্টায় কিছুটা হলেও তাদের কষ্ট লাগব হবে।

যেহেতু আপনারা শ্রমিক দলের রাজনীতি করেন, তাই আপনাদের এই খাদ্য সামগ্রী বিতরনের দায়িত্ব দিলাম। কারন আপনারাই এগুলোর সঠিক ভাবে বন্টন করতে পারবেন।

আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই মহামারি থেকে অতি দ্রুত আমাদের মুক্ত করেন। সেই সাথে আপনাদের প্রতি আমার আহবান থাকবে সবাই সর্তক থাকবেন। বাড়িতে থাকুন অপ্রয়োজনে বাহিরে বের হবেন না। নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ থাকতে সহযোগীতা করুন।

add-content

আরও খবর

পঠিত