নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের ১৪ ও ১৫ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়ছে। শনিবার (২৫ মে) নারায়ণগঞ্জ জেলা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি মো. ওবায়দুল্লাহ খান এ অনুমোদন দেন।
১৪ নং ওয়ার্ডে শাওন সূত্র ধরকে সভাপতি ও আরিয়ান খান (শাওন) কে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যে কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলো, কিল্টন সাহা, বাধন সরকার, মো. হাবিব, অনিক দে, জয় চক্রবক্তি, মোক্তার হোসেন, জুনায়েরদ ইসলাম, মো. ওমর, সিপন রায়, কালাই সাহা, সিমান্ত ঘোষ, দেব ঘোষ, অমিত ঘোষ, রাজ সাহা, প্রভাত রায়, প্রভাদ প্রাসাদ, মো. তৌহিদ, মো. সামি।
এদিকে ১৫ নং ওয়ার্ডে রেজাউর রহমান আলিফকে সভাপতি ও মো. সারোয়ারকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলো, সোহাগ হোসেন, জয় সেন, শরৎ চন্দ্র মন্ডল, গোলাম রাব্বি, আদর হোসেন, মাহফুজ হোসেন রিজভী, প্রান্ত সিং, গোবিন্দ ধর, মো. আল আমিন, সাগর মিঞা, মো. সাকিব, মো. মিনহাজ, মো. মিরান, সাফা আজীম, মো. সজীব, মারুফ আহমেদ, মো. আসিফ আহমেদ, মো. আকাশ আহমেদ, মো ইব্রাহিম হোসেন।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি নতুন কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করে কমিটির সদস্যদের উদ্দ্যেশে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে, জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে তোমরা কাজ করবে।