শুক্কুর মাহমুদের মৃত্যুতে ১৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি লুৎফর রহমানের শোক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের কৃতি সন্তান, জাতীয় শ্রমিক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান।

২৯শে জানুয়ারি বুধবার এক শোক বার্তায় লুৎফর রহমান বলেন,  শুক্কুর মাহমুদ নারায়ণগঞ্জ থেকে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিয়েছিলেন, আমরা তার জন্য গর্বিত। তার মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা, পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করছি।

উল্লেখ্য, জাতীয় শ্রমিক লীগের নেতা আলহাজ্ব শুক্কুর মাহমুদ ২৮ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩। মৃত্যুকালে ৪ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

add-content

আরও খবর

পঠিত