নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ষ্টাফ রির্পোটার ) : শহরের ৫নং খেয়াঘাট এলাকায় ঘুরতে গিয়ে জাহাজ থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ ফাহিমুল ইসলাম তমালের (২০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। ৯ নভেবর শুক্রবার রাত ৮টায় এক জাহাজ থেকে অন্য জাহাজে লাফিয়ে যাওয়ার সময় দুই জাহাজের মধ্যে পরে ওই ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টায় শীতলক্ষ্যা নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এরপর ১০ নভেম্বর শনিবার সকালে পাবনার সাথিয়া থানার বনগ্রাম এলাকার নিজ গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
নিহত ফাহিমুল ইসলাম তমাল পাবনার সাথিয়া থানার বনগ্রাম এলাকার মনিরুল ইসলামের ছেলে। তারা শহরের খাঁনপুর এলাকার বিদ্যুৎ বিভাগের কোয়ার্টারে বসবাস করতো। তার মা শহরের আমলাপাড়া আইইটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন। মামা খসরু আহমেদ আমলাপাড়া আর্দশ শিশু সপ্রাবি’র সহকারী প্রধান শিক্ষক। নিহত তমাল আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ট্রিপল-ই) বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র। তার ছোট বোন মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তমাল ছিল একজন মেধাবী ছাত্র।
নিহতের ফুফাতো ভাই হাসিবের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেওয়াজ উদ্দিন আহমেদ জানান, বিকেলে ৫নং খেয়াঘাট এলাকায় ঘুরতে আসেন হাসিব ও তমাল। পরে শীতলক্ষ্যা নদীতে সারিবদ্ধ ভাবে নোঙর করে রাখা কার্গো জাহাজে গিয়ে বসে আড্ডা দেয় দুই জন। সেখান থেকেই রাত ৮টায় তীরে উঠতে গেলে এক জাহাজ থেকে অন্য জাহাজে লাফিয়ে পারাপার হওয়ার সময় দুই জাহাজের মধ্যে ফাঁকে পরে যায়। এরপর থেকে নিখোঁজ থাকে তমাল। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও নৌ পুলিশকে জানালে রাত সাড়ে ৮টায় তামালের সন্ধানে তল্লাশী চালায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা। রাত সাড়ে ১১টায় তমালের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, সদর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হলে তারা তা ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে গভীর রাতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। তমালের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চাষাড়া আর্দশ সপ্রাবি, আমলাপাড়া আর্দশ শিশু সপ্রাবি, আইইটি সপ্রাবি ও আইডিয়াল স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং তমালের বন্ধু মহল।