নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : শিকড় একটি অরাজনৈতিক কল্যাণমূলক সংগঠন এর ২০২০-২০২১ কার্যদিবসের নব-নির্বাচিত সভাপতি মো: আল জোবায়েদ রিদয় ও সাধারণ সম্পাদক মো : নির্জর রাসেল এর পক্ষ থেকে সম্মানিত উপদেষ্টাবৃন্দ ও সকল সদস্যদের উৎসাহিত করার লক্ষ্যে শিকড় সংগঠনের মিলন মেলা ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শুক্রবার দুপুর দিকে নারায়ণগঞ্জের দেওভোগ পানির ট্যাংকির স্কুল মাঠে এ আয়োজন করা হয়। এসময় শিকড় এর অতিত সাফল্যের স্মৃতি চারন ও নতুন কমিটির জন্য দোয়া কামনা করা হয়।
অনুষ্ঠানে এসময় শিকড় সংগঠনের উপদেষ্টাবৃন্দ মো: আব্দুর রব রনি, মো: শাহ আব্দুল হালিম, মো: মনিরুল ইসলাম মনির ও মো: নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি, সাবেক সাধারন সম্পাদক ও শিকড় সংগঠনের সকল সদস্যবৃন্দ।