নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমানের উদ্যোগে নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের শিক্ষা সফরের জন্য নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি খালেদ হায়দার খান কাজলের নেতৃত্বে চেম্বারের পরিচালনায় নারায়ণগঞ্জ সদর-বন্দরের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী শিক্ষা সফরে যাচ্ছে। সোমবার (২৫ মার্চ) চেম্বারের শীতাতপ নিয়ন্ত্রিত বাস ২টি নিয়ে ৩য় পর্যায়ে সদর থানার আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বঙ্গবন্ধু যাদুঘর ও মুক্তিযুদ্ধ যাদুঘর জাতীয় যাদুঘর শিক্ষা সফরে গিয়েছে।
এর আগে গত ১৫ মার্চ প্রথম অনগ্রসর জনগোষ্ঠি হিসেবে পরিচিত হরিজন সম্প্রদায়ের কোন শিক্ষার্থী হিসাবে সদর থানার টানবাজারাস্থ ৩৩ নং সিটি কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা সফরে গেল। গত ১৬ ফেব্রুয়ারী শহরের নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রথম শিক্ষা সফর শুরু হয়। এ পর্যন্ত নারায়ণগঞ্জ কলেজ, নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়, শামসুজ্জোহা এম. বি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, সদর থানার টানবাজারাস্থ ৩৩ নং সিটি কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সহ¯্রাধিক ছাত্র-ছাত্রী বঙ্গবন্ধু যাদুঘর ও মুক্তিযুক্ত যাদুঘর পরিদর্শন করেছে।
নারায়ণগঞ্জের আমলাপাড়াস্থ আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিদায় জানান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক সোহেল আক্তার সোহান,আরিফ দিপু, সাবেক পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু। এ সময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আরিফ আলম দিপু। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিক হালিমা খাতুন।
শিক্ষা সফরে যাত্রার প্রাক্কালে চেম্বারের পরিচালক সোহেল আক্তার বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ব্যক্তিগত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের ছাত্র-ছাত্রীদের ক্লাসে শিক্ষার পাশাপাশি বর্হিজগত সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য তিনি শিক্ষা সফরের উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে এ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। আশা করছি, তোমরাও শিক্ষা সফরে খুবই আনন্দ পাবে। অনেক কিছু জানতে পারবে।