শিক্ষার্থী‌দের ব্যবহার কর‌লো মহিলা ক‌লে‌জের অধ্য‌ক্ষ : ক্ষুব্দ ডি‌সি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রশাসনিক ভবনের পাশে ব্যক্তিগত ৫ শতাংশ জমি দখলে নিয়েছে জয়নাল প্লাজার মালিক মো. জয়নাল আবেদীন। যেখানে কিন্টারগার্ডেন করার লক্ষ্যে টিনের বেড়াও দিয়েছেন তিনি। এতে কলেজটির অধ্যক্ষ বেদৌড়া বিনতে হাবীব বাধা দেওয়ায় মো. জয়নাল আবেদীন তার বিরুদ্ধে একটি মামলা করেন। এরই ধারাবাহিকতায় বুধবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় কলেজ পরীক্ষা বাদ দিয়ে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি জমা দেওয়ার জন্য প্রায় হাজারো শিক্ষার্থী লিংক রোড হয়ে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।

তবে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে প্রাতিষ্ঠানিক উদেশ্যে তাদের ব্যবহার করায় কলেজ অধ্যক্ষ বেদৌড়া বিনতে হাবীবের ওপর ক্ষোভ প্রকাশ করেছে জেলা প্রশাসক রাব্বী মিয়া। এরআগে সকাল ১১টা থেকেই কলেজ প্রাঙ্গনের জায়গা দখল মুক্ত করার দাবিতে হাতে ব্যানার নিয়ে স্বারকলিপি দেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছিলেন হাজারো শিক্ষার্থী। কিন্তু জেলা প্রশাসক না থাকায় দীর্ঘ অপেক্ষা করতে হয় তাদের। পরে দুপুর ১টার দিকে কার্যালয়ে এসে পৌছান জেলা প্রশাসক রাব্বি মিয়া। শিক্ষার্থীদের এমন কান্ড দেখে চটে যান খোদ জেলা প্রশাসকও। শিক্ষার্থীরা জেলা প্রশাসকের সাথে দেখা করে তাদের দাবিগুলো জানালে জেলা প্রশাসক তাদের উপর ক্ষব্ধ হন।

স্বারক লিপি প্রদানের সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, তোমরা কেন স্বারক লিপি দিতে এসেছো? তোমাদের প্রতিষ্ঠানের অভিভাবক কোথায়? এটাতো তোমাদের সমস্যা না। এটা প্রতিষ্ঠানের সমস্যা। তোমরা এখানে কেনো? তোমরা যে এতোটা পথ পার করে আসলে। তোমাদের সঙ্গে যেকোনো দুর্ঘটনা হতে পারতো। সামনে নির্বাচন, যে কেউ তোমাদের মাঝে সমস্যা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা সৃষ্টি করতে পারতো। কেউ কখনো নিজেকে ব্যবহার হতে দেবে না। তোমরা এসেছো ওকে ফাইন। তোমারা স্মারক লিপি দিয়ে যাও। এরপর থেকে সচেতন হবা। এমন কাজে যাওয়ার আগে অভিভাবকদের পরামর্শ নিবা আর লেখা পড়ার প্রতি আরো মনোযোগী হও।

জেলা প্রশাসনের কাছে শিক্ষার্থীরা জানান, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রশাসনিক ভবনের পাশে জয়নাল প্লাজার মালিক মো. জয়নাল আবেদীনের ব্যক্তিগত ৫ শতাংশ জমি রয়েছে। দীর্ঘদিন যাবত জমিটি পড়ে ছিল। যেখানে একটি কিন্টারগার্ডেন করতে চান। তাই তিনি তার জমি দখলে নেয়ার জন্য টিনের বেড়া দেন। কিন্তু এতে কলেজটির অধ্যক্ষ বাধা দেন। তাই মো. জয়নাল আবেদীন অধ্যক্ষের বিরুদ্ধে একটি মামলা করেন।

শিক্ষার্থীরা দাবী জানায়, নারায়ণগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ বেদৌড়া বিনতে হাবীবের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেয়া হোক। এবং জায়গাটি মহিলা কলেজ কর্তৃকপক্ষকে দিয়ে দেয়া হোক।

জানা গেছে, গত ২ ডিসেম্বর ২০ থেকে ২৫ জন লোক নিয়ে কলেজের সমানের খালি স্থানের জায়গায় টিন দিয়ে ঘেরাও করেছে জাতীয় পার্টির নেতা জয়নাল আবেদীন। পরে জায়গার ওয়ারিশ ওমর ফারুক ওরফে নবেল, নাজমা বেগম ও সরকারি মহিলা কলেজের অধক্ষ্যের নাম উল্লেখ করে আদালতে একটি দেওয়ানী মামলা করা হয়।

এসময় এক শিক্ষার্থী বলেন, শিক্ষার জন্য  একটা সুন্দর পরিবেশ দরকার। এই জায়গাটায় আমাদের অভিবাবকরা এসে বসে। আমরা কলেজের সুন্দর পরিবেশ রক্ষার্থে ও ছাত্রীদের চলাচলের জন্য জমিটি কলেজের নামে করে দেওয়ার দাবী জানাচ্ছি। পাশাপাশি অধ্যক্ষের নামে করা মামলা প্রত্যাহার করতে হবে ।

এবিষয়ে কলেজের অধ্যক্ষ বেদৌরা বিনতে হাবিব বলেন, জেলা প্রশাসকের কাছে পূর্বেও আরো ২ বার চিঠি দিয়ে জানানো হয়েছে। কিন্তু কাজ হয়নি। ছাত্রীরা জানেন ওই জমি কলেজের। তাই তারা দখল উচ্ছেদ করেছে। পরে অতি উৎসাহী হয়ে পরীক্ষা হল ত্যাগ করে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যায়।

add-content

আরও খবর

পঠিত