নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর উপজেলার ৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা উত্তোলনে হয়রানি ও শিওরক্যাশ এজেন্টদের কমিশন বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। বর্তমান সরকার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদেরকে শিওরক্যাশের মাধ্যমে উপবৃত্তির টাকা দেওয়ার কার্যক্রম শুরু করেছে।
সুত্রমতে, বন্দর থানা ও উপজেলায় ৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আনুমানিক ১৪ থেকে ১৫ হাজার জন শিক্ষার্থী উপবৃত্তির আওতায় রয়েছে। আর এই টাকা স্কুলের আশেপাশের বিভিন্ন শিওরক্যাশের এজেন্ট থাকা মোবাইল কিংবা ষ্টেশনারী, টেলিকম দোকানের মাধ্যমে উত্তোলন করা হয়। এই সুযোগে শিওরক্যাশের এজেন্ট থাকা দোকানের মালিকগন শিক্ষার্থীদের টাকা উত্তোলনের সময় ৬শত টাকায় ৩০ টাকা কমিশন বাণিজ্য করছে। যা অনিয়ম দুর্নীতি বলে অভিযোগ করছেন উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় শিক্ষক মহল।
সরেজমিনে দেখা যায়, বন্দর রাজবাড়ী এলাকার ১টি শিওর ক্যাশের এজেন্ট যথাক্রমে সোহাগ টেলিকম প্রতিযোগিতামূলক ভাবে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা উত্তোলনে কমিশন বাণিজ্যের মহোৎসব চালাচ্ছে। বন্দর থানার অদূরে সোনাকান্দাস্থ আমিন ষ্টেশনারী এন্ড টেলিকম ও নাফিজ ডিপার্টমেন্ট ষ্টোর শিক্ষার্থীদের টাকা উত্তোলনের সময় উল্লেখিত হারে টাকা নিচ্ছে।
এ সময় ৪৯নং সোনাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীর অভিভাবক শাহানা, সোনাকান্দাস্থ বেপারীপারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র চিশতি,৯নং কলোনী সপ্রাবি’র ৩য় শ্রেনীর শেখ ফাতেমার অভিভাবকসহ শতশত অভিভাবকদের কাছ থেকে শিওর ক্যাশ এজেন্টরা অতিরিক্ত টাকা নিয়েছে বলে এই প্রতিবেদককে জানায়।
এ বিষয়ে সোনাকান্দা নাফিজ ডিপার্টমেন্টাল এর স্বত্তাধিকারী মো. আমির হোসেন জানান, আমরা জন প্রতি ২০টাকা করে নিচ্ছি। ২শত টাকা নিলেও ২০টাকা কিংবা ৩শত টাকা নিলেও ২০টাকাই রাখি।
এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা সোহাগ বলেন, এমন অভিযোগ আমি শুনেছি তবে কেউ আমার দপ্তরে সুনিদ্রিষ্ট শিওরক্যাশের বিরোদ্ধে অভিযোগ করলে আমি যথাযথ ব্যবস্থা নিব। আগামী শিক্ষক মিটিংয়ে এ বিষয়ে আমি এ বিষয়টি তুলে ধরব। তারপরও শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে শিওরক্যাশ এজেন্টদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব। তদন্ত সাপেক্ষে শিওর ক্যাশ এজেন্টদের বিরোদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও তাদের এজেন্ট বাতিল করা হবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর ২২নং ওয়ার্ড এলাকায় পাল্টে যাচ্ছে ঐতিহ্যবাহী সিরাজদৌল্লা ক্লাবের দৃশপট। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপরে সরেজমিনে গিয়ে মুঘল আমলের নির্মিত ঐতিহ্যবাহী সিরাজদৌল্লা ক্লাবের ৩য়তলা নির্মাণ কাজ চলাকালে এসব চিত্র পরিলক্ষিত হয়।