শামীম ওসমান আমার প্রিয় নেতা : এসপি হারুন

নারায়নগঞ্জ বার্তা ২৪ : জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমানকে নিয়ে বলেছেন,‌ এই এলাকার সম্মানীত সংসদ সদস্য,  এলাকার কৃতি সন্তান। আমার আমার অত্যন্ত প্রিয় নেতা। আমরা ছাত্রজীবনে যখন পড়তাম, তখন যাকে হিরো হিসেবে জানতাম, সেই ছাত্রনেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সংগীত, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বঙ্গবন্ধু স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা মুক্তিযোদ্ধাদের একত্রিত হবে। বিভিন্ন পাড়া মহল্লায় খোঁজ নিতে হবে, মজজিদগুলোতে খবর নিতে হবে। কারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প তুলে আমাদের দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, কারা বিদেশীদের বিনিয়োগ বন্ধ করতে চায় সেগুলো খেয়াল রাখতে হবে।

পুলিশ সুপার আরো বলেন, একজন পুলিশ হিসেবে আমি আপনাদের সকল ভালোকাজের সাথে আছি। আপনারা যখন আমাকে ডাকবেন আমি সেখানেই যাবো। নারায়ণগঞ্জের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে একটি সুন্দর নারায়ণগঞ্জ উপহার দিবো।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান৷ জেলা প্রশাসক রাব্বি মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ, বানিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব ফারহানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক, রাইফেলস্ ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল, ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আকসির প্রমুখ৷

add-content

আরও খবর

পঠিত