শামীম ওসমানের পক্ষে বিশাল মিছিল, নৌকার স্লোগানে প্রকম্পিত রাজপথ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এমপি শামীম ওসমানের পক্ষে নৌকার বিশাল মিছিল করেছে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে জড়ো হতে থাকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ সহ ছাত্রলীগের শত শত নেতাকর্মী। এরপর মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূণরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

মিছিলে প্রতিটি নেতাকর্মীর মুখরিত নৌকার স্লোগানে রাজপথ প্রকম্পিত হয় এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ- সভাপতি মো. রবিউল হোসেন, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন, যুবলীগ নেতা এহ্সানুল হাসান নিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, যুবলীগ নেতা আতাউর, প্রমুখ।

মিছিল শেষে শাহ্ নিজাম বলেন, আমরা নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল করেছি। জনগণ অবশ্যই আওয়ামীলীগকে সমর্থন দেবে। আর যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী শক্তিকে জনগণ ভোট দিবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত করার জন্য জনগন আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে। এছাড়াও জননেতা একেএম শামীম ওসমান তাঁর এলাকায় যে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন সেজন্য নারায়ণগঞ্জের মানুষ অবশ্যই ভোটের মাধ্যমে শামীম ওসমানকেও আবার সাংসদ নির্বাচিত করবে। আমরা চাই নির্বাচনে সকলের অংশগ্রহন। কেউ যদি অংশ না নেয় তাহলে সেটা তার দায়িত্ব। এতে সরকার কিংবা নির্বাচন কমিশন দায়ি থাকবে না। দেশে নির্বাচনী আবহাওয়া ও পরিবেশ সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৩ ডিসেম্বর। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। প্রতীক বরাদ্দ ৫ ডিসেম্বর।

add-content

আরও খবর

পঠিত