নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নগরীতে শামীম ওসমানের জনসভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবুর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগ দিয়েছে নেতা-কর্মীরা। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে নগরীর পাইকপাড়া থেকে মিছিলটি বের হয়ে পায়ে হেঁটে নগরীর চাষাড়া পর্যন্ত যায়।
এ সময় উপস্থিত ছিল কাউন্সিলর বাবুর পুত্র এমআরকে রিয়েন। পিতা ও পুত্রের সমন্বয়ে মিছিলটিতে হাজারো সর্মথক দেখা গেছে। এছাড়াও উপস্থিত ছিলেন, রিয়াদ, সুমন প্রমুখ।