শামীম ওসমানকে মন্ত্রী করার দাবীতে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব একে এম শামীম ওসমানকে মন্ত্রী দেয়ার দাবীতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে সিদ্ধিরগঞ্জবাসীর পক্ষ থেকে মানববন্ধন করা হয়। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক  সভাপতি ফোরকান উদ্দিন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরি সদস্য আমির হোসেন এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী সম্পন্ন হয়েছে।

পাশপাশি স্বাধীনতার ৪৭ বছর পর প্রথম বারের মত গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এমপিকে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়ীত্ব দেয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ মানববন্ধনের মাধ্যমে এমপি গাজীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, আমদজী জুট মিলস চালু করন সংগ্রাম পরিষদের সদস্য শেখ মো. আবদুর রহিম, সিদ্ধিরগঞ্জ-আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের ৮নং ওয়ার্ড সভাপতি মহিউদ্দিন, সাধারন সম্পাদক ডা. মো. জাকির হোসেন ও ৮নং যুবলীগের সভাপতি মো. আকতার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. আমির হোসেন বলেন, বাংলাদেশ অওয়ামী লীগের সূচনা লগ্ন থেকে ওসমান পরিবারের অসমান্য অবদান রেখে এসেছে। এ পরিবার সব-সময়ই জেলার সাধারন মানুষ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ তৃণমূলের সকল নেতাকর্মীদের সুখে-দু:খে পাশে ছিলেন। সংসদ সদস্য হয়ে তিনি এ জেলায় অসামান্য অবদান রেখেছেন। তিনি মন্ত্রী হলে জেলাবাসীকে আরও অনেক বেশী উন্নয়নসহ জেলাবাসী উন্নত সেবা দিতে পারবেন বলে আমরা বিশ্বাষ করি।

তিনি আরও বলেন, রূপগঞ্জের সাংসদ গোলাম দস্তগীর গাজী এমপিকে মন্ত্রী দেয়ায় আমরা উৎফুল্ল। একই সাথে শামীম ওসমানকে মন্ত্রীত্ব দিলে জেলাবাসী আরও উৎফুল্ল ও খুশি হবেন বলেও তিনি মনে করেন।

add-content

আরও খবর

পঠিত