নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শহরে সিয়াম (১৭) নামে এক হোসিয়ারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা সিয়ামকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) সকালে শহরের ডিআইটি মিন্নত আলী মাজারের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরন করেন পুলিশ।
নিহত সিয়াম উকিলপাড়া এলাকায় অবস্থিত আজিজুর রহমানের হোসিয়ারীর শ্রমিক ছিলেন। সে ফতুল্লার দেওভোগ লিচুবাগান এলাকার হামিদার বাড়ির ভাড়াটিয়া সোহেল মিয়ার ছেলে। ৪ ভাইয়ের মাঝে সিয়াম বড়।
সিয়ামের পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টায় কাজ শেষে হোসিয়ারী থেকে বের হয় সিয়াম। এরপর বাসায় না ফেরায় আজ সোমবার সকালে পরিবারের লোকজন সিয়ামকে খুজতে বের হয়। এসময় খবর পেয়ে মিন্নত আলী মাজারের পিছনে পরে থাকা লাশ সনাক্ত করেন পরিবারের সদস্যরা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারন জানা যাবে।