সমস্যা সমাধানে দোকান মালিক ও কর্মচারী নেতৃবৃন্দের সমন্বয় কমিটি
নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শহরের বিভিন্নস্থানে ফুটপাতে হকার ও মেলা বসানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দোকান মালিক সমিতি ও কর্মচারী প্রতিষ্ঠান শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। ২ এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় রাইফেল ক্লাবে মালিক ও কর্মচারীদের সমন্বয় করে একটি বৈঠক করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ।
এসময় কর্মচারীদের পক্ষে প্রস্তাবনা তুলে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক সপ্তাহে একদিন ছুটি সহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন। পরে মালিকদের পক্ষে মালিক সমিতির সভাপতি মো. শাহজাহান খান সহ বিভিন্ন মার্কেট কমিটির প্রতিনিধিগণ তাদের বিভিন্ন সমস্যা সহ প্রস্তাবনা তুলে ধরেন।
এছাড়াও মার্কেটের সামনে ফুটপাতে হকারদের ব্যবসা গড়ে উঠা, ঈদ-পূজাঁ এবং বিভিন্ন উৎসবকে সামনে রেখে মেলা বসানো, সল্প পুজিতে অনলাইনে বিভিন্ন পন্যের বেচাঁকিনিতে বর্তমানে দোকান মালিকদের ব্যবসা ভালো হচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন।
তাছাড়াও মেলা ও ফুট মরার উপর খাড়ার ঘা, যার জন্য মালিকদের ব্যবসায়িদের লোকসান গুনতে হয়, তাই জেলার ডিসি, এসপির হস্তক্ষেপ কামনা করে লিখিত স্বারক দেওয়ার মত ব্যক্ত করেন।
এদিকে শুক্রবার ছুটির দিন থাকায় সরকারী-বেসরকারী চাকুরিজীবী, গামেন্টেসের কর্মকর্তা -কর্মচারীদের বিভিন্ন মার্কেটের দোকানগুলোতে ঢল নামে তাই এই দিনটিতে দোকান বন্ধ রাখতে অনেক মালিকারা অনীহা প্রকাশ করেন। এর প্রেক্ষিতে অন্য কোন দিনকে কর্মচারীদের জন্য ছুটির দিন ধায্য করার প্রস্তাব জানায় উপস্থিত মালিক নেতৃবৃন্দ।
পরে এই ব্যাপারে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল মালিক ও কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটির সিদ্ধান্ত দেন। এ সমন্বয় কমিটি আগামী সাত দিনের মধ্যে সকল মার্কেটে জরিপ করবে এবং ঐ প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সভায় সিদ্ধান্ত গ্রহন করা হবে। আলোচনা শেষে বনানীতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া করা হয়।
এসময় চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, হোসীয়ারী সমিতির সভাপতি নাজমুল আলম সজল, চেম্বার অব কমার্সের এহসানুল হক নিপু, দোকান মালিক সমিতির সভাপতি মোঃ শাহজাহান খান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান খসরু, মো. আরিফ আলম দিপু, আব্দুল হাই, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক তুলসি ঘোষ, রিভারভিউ মার্কেট কমিটির সভাপতি আব্দুর রশিদ সহ সকল মার্কেটের মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।