নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরে ভ্যানিটিব্যাগ থেকে মানিব্যাগ হাতিয়ে নেয়ার সময় ধরা পড়ল লতা বেগম নামে এক নারী পকেটমার। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার রাতে বঙ্গবন্ধু রোড়ে বলাকা পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক লতা বেগম রাজধানীর শ্যামপুর থানার মুরাদপুর এলাকার আনোয়ারের স্ত্রী।
সদর মডেল থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন মণ্ডল জানান, বুধবার রাতে বঙ্গবন্ধু রোড়ে বলাকা পেট্রোল পাম্পের সামনে ফুটপাত থেকে পণ্য ক্রয় করার সময় সাদিয়া নামে নারীর ভ্যানিটিব্যাগ থেকে মানিব্যাগ নিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন দেখতে পেয়ে লাতা বেগমকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
তিনি আরো জানান, এ ঘটনায় সাদিয়ার স্বামী বাদী হয়ে একটি চুরির মামলা করেছে।