শহরের টানবাজারে ৩০ বোতল মদসহ গ্রেফতার-১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরে মাদকসহ তুহিন ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় ৩০ বোতল দেশীয় তৈরি অ্যালকোহল, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল সেট ও ১টি রিক্সা উদ্ধার করা হয়। বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় শহরের টানবাজার এলাকায় মাদক বহন ও বিক্রিরত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে । র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে এ তথ্য জানান।

গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী তুহিন ইসলাম ফতুল্লার কাশিপুরের সোলেমান শাহের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রাজ্জাকের ছেলে। র‌্যাব জানায়, বুধবার সকালে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে টানবাজার এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মাদক বহন ও বিক্রিরত অবস্থায় মো. তুহিন ইসলামকে গ্রেফতার করে। এ সময় ৩০ বোতল দেশীয় তৈরি অ্যালকোহল, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল সেট ও ১টি রিক্সা উদ্ধার করা হয়। উল্লেখিত আসামি উক্ত এলাকায় দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

add-content

আরও খবর

পঠিত