রেজিস্ট্রেশন বিভাগের স্থায়ী কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রারের কার্যালয় কর্তৃক আয়োজিত জেলার রেজিস্ট্রেশন বিভাগের স্থায়ী কর্মচারীদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা-২০২১ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা রেজিস্ট্রার মো. জিয়াউল হক । উদ্বোধন কালে তিনি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে রেজিস্ট্রেশন বিভাগের সকলকে নিরলসভাবে কাজ করার আহবান জানান।

তিনি আরো বলেন, মাননীয় আইন মন্ত্রী আনিসুল হক এর নেতৃত্বে রেজিস্ট্রেশন বিভাগে বর্তমানে জনবান্ধব পরিবেশ সৃষ্টি হচ্ছে। তিনি জাতীয় শুদ্ধাচার কৌশল বিষযয়ে জেলার স্থায়ী কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করেন এবং রেজিস্ট্রেশন পরিবারের অভিভাবক মহাপরিদর্শক নিবন্ধন, শহীদুল আলম ঝিনুক এর মত শুদ্ধাচারী মানুষ হওয়ার জন্য সকলকে অনুরোধ করেন।

গত ২রা ফেব্রুয়ারি ও ৯ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী এই স্থায়ী কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সাব-রেজিস্ট্রার, ফতুল্লা, বন্দর, রূপগঞ্জ, রূপগঞ্জ পূর্ব, বৈদ্যেরবাজার ও আড়াইহাজার।

প্রশিক্ষণের সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন সাব-রেজিস্ট্রার, নারায়ণগঞ্জ সদর। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন জেলার সকল সহকারী, মোহরার ও টি.সি মোহরারবৃন্দ। পরিশেষে প্রশিক্ষণার্থীদেরকে সার্টিফিকেট বিতরণ করেন জেলা রেজিস্ট্রার মো.জিয়াউল হক।

add-content

আরও খবর

পঠিত