নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে হোসেন আলী নামে এক ব্যবসায়ীর জমি প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক জবরদখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। এসময় বাঁধা দেওয়ায় তাকে পিটিয়ে আহত করা হয়। গতকাল সোমবার দুপুরে উপজেলার উত্তর রূপসী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী হোসেন আলীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, উত্তর রূপসী এলাকায় পৈত্রিক সূত্রে ১০ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। গ্যালকো ষ্টীল বাংলাদেশ কোম্পানী লিমিটেডের ডিজিএম সালাউদ্দিন, আক্তার হোসেন এসডু, হিমেল, শওকত তার জমি দখলের পায়তারা চালিয়ে আসছে। সোমবার দুপুরে প্রতিপক্ষের লোকজনসহ অজ্ঞাত আরো ২০ জন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আলী হোসেন ভুইয়ার জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।
আলী হোসেন ভুইয়া জমি দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাথাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে হামলাকারী এ ঘটনায় মামলা করলে হত্যা করার হুমকি প্রদান করে চলে যায়। বর্তমানে আলী হোসেন ভুইয়া ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যাপারে আলী হোসেন ভুইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।
রূপগঞ্জ থানায় (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।