নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজার বড় ভাই এহসান আহমেদ আর নেই। সোমবার (১০ জুন) রাতে রাজধানীর পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
এহসান আহমেদ মস্তিষ্কের রক্তক্ষরণে গত এগারো দিন ধরে সংজ্ঞাহীন অবস্থায় পিজি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
এহসান আহমেদের ছোট ভাই নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা জানান, মঙ্গলবার (১১ জুন) সকাল ১০ টায় আল্লামা ইকবাল রোড জামে মসজিদে এহসান আহমেদের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
এহসান আহমেদ এর মৃত্যুতে নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবার গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।