নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গৃহস্থালী ও কাচা বাজারের বর্জ্য রিসাইক্লিংয়ের মাধ্যমে বর্জ্যের সুষ্ঠ ব্যবস্থাপনা ও বর্জ্য থেকে জৈব সার তৈরীর জন্য নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ও পরিবেশ মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে সিডিএম প্রকল্পের অধীনে পাইলট প্রজেক্ট হিসাবে পঞ্চবটিতে নাসিকের নিজস্ব জমিতে দেশের বৃহৎ কম্পোষ্ট প্লান্টের কাজ এখন শেষ পর্য়ায়ে। ৮ মার্চ মঙ্গলবার দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শন করেন সিডিএম প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর ও বন ও পরিবেশ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ড.আনোয়ার হাওলাদার। নাসিকের দুই একর জমিতে প্রায় তিন কোটি টাকা ব্যায়ে প্লান্টের অবকাঠামো গড়ে তুলছে বন ও পরিবেশ মন্ত্রনালয়।
প্রজেক্টের ঠিকাদার ও অপারেটর জানান আগামী এপ্রিল মাসের শেষ দিকে বর্জ্য রিসাইক্লিং ও কম্পোষ্ট উৎপাদন শুরু করা সম্ভব হবে। প্রজেক্ট ডাইরেক্টর বলেন আমরা যথা সম্ভব দ্রুত উৎপাদনে যেতে চাই।এর আগে সকালে যুগ্ম সচিব ড.আনোয়ার হাওলাদার নগর ভবনে নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর সাথে বৈঠক করেন।
এসময় উপস্থিত ছিলেন নাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মন্ত্রনালয় কর্তৃক মনোনীত কম্পোষ্ট প্লান্টের অপারেটর মাটি অর্গানিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খাইরুল আলম,নাসিকের উপ সহকারী প্রকৌশলী মোঃমশিউর রহমান ও সংশ্লিট ঠিকাদার।
উল্লেখ্য যে এই প্লান্টে প্রতিদিন ২২ টন গৃহস্থালী ও কাচা বাজারের বর্জ্য রিসাইক্লিং করা সম্ভব হবে।প্রাথমিক ভাবে দি¦গবাবুর বাজার ও ১৩ নং ওয়ার্ডের গৃহস্থালী বর্জ্য দিয়ে প্লান্টটি শুরু করা হবে।