যেকোন সমস্যায় আমাকে পাশে পাবেন : মুক্তিযোদ্ধাদের ইউএনও আরিফা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বীর মুক্তিযোদ্ধারা। আজ ১০ই জুন বৃহস্পতিবার বেলা ৩ টায় উপজেলার সম্মেলন কক্ষে এই মতবিনিময় এর আয়োজন করা হয়। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার হিসেবে মাস্ক প্রদান করেন ইউএনও আরিফা জহুরা।

মতবিনিময় কালে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা ইউএনও আরিফা জহুরা কাছে সমাজের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং ভূমিহীন মানুষদের সহযোগিতার দাবি জানান। এ সময় ইউএনও আরিফা জহুরা বীর মুক্তিযোদ্ধাদের পাশে সব সময় থাকবেন বলেও আশা ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান। ১৯৭১ সালে আপনারা স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়েছিলেন তেমনি আমার বাবা স্বাধীনতার যুদ্ধে সংগ্রাম করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের সংগ্রামেই এই দেশ পেয়েছে লাল সবুজের বাংলাদেশ এবং এদেশ শত্রুমুক্ত হয়েছে। আমি আপনাদের যথাসাধ্য সহযোগিতা করবো এবং আপনাদের যেকোন সমস্যায় আমাকে পাশে পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা, নারায়ণগঞ্জ সদর উপজেলার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জুলহাস সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত