নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দীর্ঘদিন যাবত কিডনিজনিত রোগে আক্রান্ত নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ওহাদুর রহমান জুয়েল। তার শয্যা পাশে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল। বুধবার ( ৪ সেপ্টেম্বর ) দুপুরে শহরের হাজীগঞ্জ এলাকায় নিজ বাড়িতে অসুস্থ জুয়েলকে দেখতে যান আহাম্মদ আলী রেজা উজ্জল সহ যুবলীগ নেতৃবৃন্দ।
এসময় অসুস্থ যুবলীগ নেতা জুয়েলের পাশে থাকার আশ্বাস দেন আহাম্মদ আলী রেজা উজ্জল ।এছাড়াও জুয়েলের আশু রোগ মুক্তি কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সিনিয়র সহ সভাপতি কামরুল হুদা বাবু, মহানগর যুবলীগের কার্যকরি কমিটির সদস্য ফয়জুল ইসলাম রুবেল, যুবলীগ নেতা ইকবাল বাবু, মোঃ রিপন, উজ্জল ও হাজ্বী রনি ।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত কিডনি রোগে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহমান জুয়েল চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে জুয়েল তার নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।