নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : যুবলীগ দেশ গঠনে আত্মনিয়োগ করে মন্তব্য করে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল বলেছেন, স্বাধীনতার পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুবলীগ প্রতিষ্ঠা হয়। যদিও পাকিস্তান আমলে যুবলীগ নামে একটি বাম সংগঠন গড়ে উঠেছিল। কিন্তু পরে এ সংগঠনটির আর কার্যক্রম ছিল না। স্বাধীনতার পর জাতীয় চার মূলনীতি সামনে রেখে আত্মনির্ভরশীল যুব সমাজ গড়ে তুলতে যুব সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় যুবলীগের জন্ম হয়। যুব আন্দোলনের পথিকৃৎ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। যুবলীগ প্রতিষ্ঠার পর থেকেই যুবলীগের নেতাকর্মীরা দেশ গঠনে আত্মনিয়োগ করেন।
১১ নভেম্বর সোমবার সকাল ১০টায় আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২নং রেলগেইটস্থ আওয়ামীলীগ কার্যালয়ে নারায়ণগঞ্জ শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ আলী রেজা উজ্জলের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নেতাকর্মীরা পুস্পস্তবক অপর্ণ করেন এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির।
প্রধান অতিথি বক্তব্যে আব্দুল কাদির বলেন, হয়তো বা যুবলীগের দায়িত্বে আমি আর থাকবো না। আজকের যুবকরাই আগামীতে যুবলীগের নেতৃত্ব দেবে। এমন অনেকেই আছে যারা যুবলীগের পরিচয় দেয়। পোস্টার করে। তারা এভাবে পোস্টার করলে চলবে না। যুবলীগের কেউ সভাপতি, সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়া পোস্টার ছাপাতে পারবে না। যারা কমিটিতে থাকবে তারাই পোস্টার ছাপাবে। ভাওতাবাজির রাজনীতি চলবে না।
মহানগর যুবলীগের সাধারণ সম্পাদর আহাম্মদ আলী রেজা উজ্জ্বলের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আদিনাথ বসু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজামউদ্দিন আহমেদ, ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের বিপ্লব বসু, ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদর মকবুল হোসেন, মহানগর সৈনিক লীগের সভাপতি মকসুদুর রহমান জাবেদ, যুবলীগ নেতা হিমেল খান, টিটু, হুমায়ূন খান, আলী হায়দার সাগর, আমির হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আলামিন হোসেন, মাইনুদ্দিন, ছাত্রলীগ নেতা রাজীব হাসান প্রমুখ।