যত বড় শক্তিশালীই হোক, অভিযান অব্যাহত থাকবে : এসপি হারুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ একটি জাতীয় গণমাধ্যমে বলেছেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জুয়া ও অবৈধ বালু উত্তোলন-এসবের বিরুদ্ধে অভিযান চলছে এবং সেটা অব্যাহত থাকবে। যখন অভিযান চলবে এতে সবাই খুশি হয় না। কেউ না কেউ ঘটনার শিকার হবে। সবাইকে খুশি করা সম্ভব না। আমাদের পুলিশের চাকরিটা এমনই, সবাইকে খুশি করা যায় না। যে যত বড় শক্তিশালী হোক না কেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে গত শনিবার (৬ এপ্রিল) দুপুরে বাংলা ভবন কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা আওয়ামীলীগের পক্ষ থেকে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছিলো। ওই সভায় এসপি হারুন ও জেলা পুলিশের বিরুদ্ধে সরাসরি বক্তব্য দিয়েছেন ক্ষমতাসীন দলের এমপি শামীম ওসমান। উত্তেজনাকর শ্লোগান দিতে দেখা গেছে তার অনুসারী নেতাকর্মীদেরও।

এ প্রসঙ্গে পুলিশ সুপার হারুন বলেন, এ ধরনের কোনো কিছু আমার জানা নেই। এমন কোনো কাগজও আমার কাছে আসেনি। শ্লোগানতো কতকিছুই হতে পারে, তবে আমি জানি না।

add-content

আরও খবর

পঠিত