যতটুকু পারি আপনাদের পাশে থাকবো : রবিউল হোসেন

র্দূগোৎসবে শুভেচ্ছা স্বরূপ হিন্দু সম্প্রাদয়ের মাঝে বস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শারদীয়া দূর্গা উৎসব উপলক্ষে হিন্দু সম্প্রাদয়ের মাঝে বস্ত্র বিতরণ করেছেন নরায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি মো. রবিউল হোসেন। ৭ অক্টোবর সোমবার গলাচিপা কুড়িপাড়া লোকনাথ বহ্মচারী মন্দির প্রাঙ্গনে দুই শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মো. রবিউল হোসেন বলেন, আমি শুধু র্ধম নয়, মানবিকতাকে বিশ্বাস করি।উপর ওয়ালা জানেন কে, কবে, কি হবে। আপনারা সবাই জানেন আমি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তবে মানুষের সেবার জন্যই আমি এর আগে কাউন্সিলর প্রার্থী হয়েছিলাম। আর এলাকার সন্তান হিসেবে আমার দাবী থাকতেই পারি। তবে আপনারা যখন দেহ ত্যাগ করেন আমি শ্মশ্মানে যাই। যেকোন সমস্যায় আমাকে ডাকলে আমি আসি। এভাবেই যতটুকু পারি আপনাদের পাশে থাকবো। যতদিন বেঁচে আছি আপনাদের পাশে যেন থাকতে পারি এ আশা ব্যক্ত করি। এছাড়াও বিতরণকালে উপস্থিত ছিলেন, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের আব্দুর রশিদ, হুমায়ূন খন্দকার, সাংবাদিক ও কবি জাহাঙ্গির ডালিম, কুড়িপাড়া লোকনাথ বহ্মচারী মন্দির কমিটির সদস্য মিন্টু মোদক, যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, স্বেচ্ছা সেবক লীগ নেতা মো. রাকিব হাসান, সুমন, বাপ্পি, রবিন ও প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত