নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভির বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সচেতন নাগরিক সমাজ। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলের নেতৃত্বে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়। এতে অংশ নেয় নারায়ণগঞ্জের বিভিন্ন পেশাজীবী মানুষ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, মেয়র আইভীর সাথে জামায়াতের কানেকশন রয়েছে। সম্প্রতি মেয়রের দেয়া বক্তব্যের মাধ্যমে নারায়ণগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রেস-ব্রিফিংয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল বলেন, মেয়র আইভীর সাথে জামায়াত বিএনপির সর্ম্পক রয়েছে তা স্পষ্ট শুধু তাই নয় যুদ্ধাপরাধী মুজাহিদের পরিবারের সঙ্গে তার সর্ম্পক রয়েছে বলে জানান। এছাড়াও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সরাসরি সর্ম্পকের কথাও উল্লেখ করেছেন।এছাড়াও আইভীর বিরুদ্ধে নানা অভিযোগ উল্লেখ্য করেন জুয়েল আরো বলেন, সরকারকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে সাগর-রুনী ও তনু হত্যাকান্ড নিয়ে মেয়র আইভীর বক্তব্যে আমাদেরর জিজ্ঞাসা, আসলে তিনি সাগর-রুনী ও তনু হত্যাকান্ড নিয়ে এমন কি জানেন? পাশাপাশি ওসমান পরিবারকে খুনী পরিবার আখ্যা দেয়ার নেপথ্যে যুদ্ধাপরাধীদের দল জামায়াত এবং সেই ক্ষমতার জন্য লালায়িত তথাকথিত ডক্টর সাহেবদের প্রেসকিপশন রয়েছে তা অনেকটাই স্পষ্ট। একই সাথে ঐতিহ্যবাহী এই ওসমান পরিবারকে আঘাত করে স্বাধীনতার চেতনায় আঘাত করা হচ্ছে সেই সাথে আপনার দলের ক্ষতি সাধন করা হচ্ছে বলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, সোনারগাঁ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূইয়া, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর শিরিন বেগম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি, নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি, নাসিক ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল আলম সজল, নাসিক ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, নাসিক ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবু, নাসিক ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) সাধারণ সম্পাদক ডা. দেবাশীষ সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক মোহসিন মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু প্রমুখ।