মেয়রের সঙ্গে জেলা ফটো জার্নালিস্ট এসো. নেতৃবৃন্দের সাক্ষাৎ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (২ মার্চ) দুপুরে নগর ভবনে ফটো সাংবাদিক নেতৃবৃন্দ তার সাথে সৌজন্য সাক্ষাতকালে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় ফটো সাংবাদিক নেতাদের দাবির প্রেক্ষিতে জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যালয় করার জন্য চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে সিটি কর্পোরেশনের পাবলিক টয়লেটের ছাদটি পূনরায় বরাদ্দ দিয়েছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি।

মেয়র আইভি ফটো সাংবাদিক নেতাদের উদ্দেশ্যে বলেছেন, সংবাদের জন্য ছবি অনেক গুরুত্ব বহন করে। একজন ফটো সাংবাদিক তার ছবির মাধ্যমে সংবাদের বিষয় বস্তুটি সঠিক ভাবে তুলে ধরেন। একটি ঘটনায় অনেক লিখেও যা বুঝানো জায়না তা একটি ছবির মাধ্যমে খুব সহজেই বুঝানো যায়।

তিনি আরও বলেন, ফটো সাংবাদিকদের একটি কার্যালয়ের প্রয়োজনীতা ও ফটো সাংবাদিক নেতাদের দাবির প্রেক্ষিতে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে সিটি কর্পোরেশনের পাবলিক টয়লেটের ছাদটি পূনরায় বরাদ্দ দেয়া হলো। এই স্থানটি দুই বছর পূর্বে বরাদ্দ দেয়া হলেও নতুন ভবন নির্মান করার জন্য এই বরাদ্দ বাতিল করা হয়েছিলো।

এসময় উপস্থিত ছিলেন, সভাপতি মাহমুদ হাসান কচি, সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, সহ সভাপতি সহিদুল ইসলাম সহিদ, সাধারণ সম্পাদক মো. এনামুল হক সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভির আহমেদ রনি, কোষাধ্যক্ষ মো. কাইয়ুম খান, প্রচার সম্পাদক বিশাল আহমেদ, সদস্য আলমাছ আলী ও সাবেক কোষাধ্যক্ষ এম এইচ মিলন।

add-content

আরও খবর

পঠিত