মেয়রের বাড়িতে গে‌লেন মন্ত্রী-এসপি, কর‌লেন ভোজন, দি‌লেন পরামর্শ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে বস্ত্র ও পাঠমন্ত্রী থেকে শুরু করে জেলা পুলিশ সুপার, প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। বুধবার (৩০ জানুয়ারী) দুপুরে শহরের দেওভোগে আইভীর বাড়িতে তাঁর বাবা আলী আহম্মদ চুনকা এর ২ দিন ব্যাপী ৩৬তম বার্ষিক ওরশ মোবারক উপলক্ষ্যে ওই আয়োজন করা হয়। এসময় মেয়র আইভীর বাড়িতে গিয়ে মন্ত্রী এসপিসহ সবাই মিলে ভোজন করেন।narayanganjbarta24.comঅনুষ্ঠানে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ্য করে বস্ত্র ও পাঠমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন , আমাদের সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী একজন যোগ্য নেত্রী। ওনাকে বলবো, আপনি আপনার সুশাসন চালিয়ে যান।

narayanganjbarta24.comজেলা পুলিশ সুপারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের এসপি সাহেবকে বলবো, তিনিও যেন আমাদের সুশাসন চালাতে সহযোগিতা করবেন। নারায়ণগঞ্জের যে সুনামটা হারিয়ে গিয়েছিল সেটা যেন ফিরে আসে।

narayanganjbarta24.comমন্ত্রী অনুষ্ঠানে আরও বলেন, জেলায় মাদক নিয়ন্ত্রন হবে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতে সরকার জিরো টলারেন্সে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি দুর্নীতিমুক্ত মন্ত্রিসভা দিয়েছেন। আমরা চাই দেশ থেকে দুর্নীতি মুক্ত হবে, মাদক মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে।

প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত মন্ত্রিসভা দিয়েছেন : মন্ত্রী গাজী

এ সময়  উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী, পুলিশ সুপার হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল বারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহ্, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নূরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটি সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু।narayanganjbart24.com

এছাড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক এম এ রাসেল, জেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা রিপন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত