মো‌দী আস‌লে লক্ষ জনতার রক্ত ব‌য়ে যা‌বে : আব্দুল আউয়াল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : প্রধানমন্ত্রীকে উদ্দে্শ্য করে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবদুল আউয়াল বলেন, আপনি মোদীকে এদেশে আনলে রাজপথে লক্ষ জনতার রক্তের বন্যা বয়ে যাবে। আল্লামা আহমদ শফিকে নিয়ে আমরা রাজপথে নামবো। প্রয়োজনে মোদীর বিমানকে রাজপথে আটকিয়ে দেয়ার চেষ্টা করবো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে এই দেশে যত সংখ্যালুঘু আছে তারা আমাদের কাছে আমানত। আমাদের নবীর শিক্ষা সংখ্যালঘুদের উপর যেন কোন দিন আক্রমন না হয়। এই সংখ্যালঘু লোকেরা তাদের মন্দিরে তারা নিজেরা হামলা করে আমাদের গায়েল করার জন্য মামলা করবে। আর এজন্য মুসলমান ভাইয়েরা সোচ্চার থাকবেন। তারা যেন তাদের গায়ে আগুন ঢেলে আমাদের ফাসাতে না পারে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ডিআইটি মসজিদের সামনে ভারতের দিল্লিতে মুসলমানদের উপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারতের মধ্যে যারা মুসলিম তারা সংখ্যালঘু। আল্লাহর রাসুল বলেছেন, এক প্রতিবেশি থেকে যদি আরেক প্রতিবেশির থেকে নিরাপদ না হয় সে দুনিয়া এবং আখিরাতে বর্বাত। আমরা ভারতের প্রতিবেশি রাষ্ট্র। ভারতের সংখ্যালঘু মুসলমানদের জুলুম করবা আমরাতো শয্য করবো না এবং আমার আল্লাহও শয্য করবে না। ভারতকে টুকরা টুকরা করে আল্লাহ ধ্বংস করে দিবে। তাদের দেশে মসজিদে আগুন জালিয়ে দেয়া হচ্ছে। নামাজরত অবস্থায় ইমাকে গুলি করে হত্যা করা হচ্ছে। মুসলমান ভাইদের জান মালের নিরাপত্তা নেই। আমরা বাংলাদেশি মুসলিমরা চুপচপা আঙুল মুখে দিয়ে বসে থাকবো, আর মোদি সরকার আইসা এখানে রঙের গাইন গাইবা তা কোন দিন হবে না।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ওলামা পরিষদের সহ সভাপতি মাওলানা আবদুল কাদির, হারুন অর রশিদ, ইসমাইল আব্বাসি, সাধারণ সম্পাদক ফেরদাউসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল সিরাজী, মুফতি দেলোয়ার হোসেন, মাওলানা মনোয়ার হোসেন প্রমুখ। সমাবেশে শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

add-content

আরও খবর

পঠিত